নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: রবিবার ৩,আগস্ট :: মাথাভাঙ্গা দুই নং ব্লকের নিশিগঞ্জে মাথাভাঙ্গা ২ নং সভাপতি সাবলু বর্মনের নির্দেশে আজ নিশিগঞ্জ বাজার পার্টি অফিসে আলোচনা সভা এবং নিশিগঞ্জ বাজারে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় ।
এই আলোচনা সভায় সাবলু বর্মন বলেন আগামী পাঁচই আগস্ট ঘোকসাডাঙ্গা হাইরোড চৌপথিতে অবস্থান বিক্ষোভ করবে তারা প্রসঙ্গত আগামী ৫ই আগস্ট কোচবিহার আসতে চলছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বাংলা বিরোধী এই বিজেপি সরকারকে কোচবিহারে আসতে দেওয়া যাবে না এই মর্মে তারা এই বিক্ষোভ কর্মসূচী করবেন ।
কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক ইতিমধ্যেই সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তে মোট কুড়িটি জায়গায় এই বিক্ষোভ কর্মসূচি পালিত হবে |
আজ তারই পরিপ্রেক্ষিতে আজ মাথাভাঙ্গা ২নং ব্লকের নিশিগঞ্জে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং আলোচনা শেষে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়