সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: ১৬ই,এপ্রিল :: রাজ্যে এখনো ত্রিস্তরীয় পঞ্চায়েতে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি নির্বাচন কমিশনারের তরফ থেকে। তবে শাসক দল থেকে অন্যান্য রাজনৈতিক দলগুলি তাদের বিভিন্ন ভাবে ভোটের প্রচার শুরু করে দিয়েছে।
কোথাও দেওয়াল চুনকাম তো কোথাও ব্যানার পোস্টার লাগানো একটু হলেও কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। সেই জায়গা থেকে জয়নগর ২ নম্বর ব্লকের হরিনারায়নপুর গ্রাম পঞ্চায়েত এলাকার পাঁচঘড়া গ্রামের বাসিন্দারা এলাকার বিদ্যুৎ , রাস্তাঘাট ও পানীয় জলের দাবিতে ভোট বয়কটের সিদ্ধান্ত নিল।
এলাকায় বেশ কয়েক বছর ধরে বিদ্যুতের সমস্যা । সূর্য ডুবলে এলাকায় বিদ্যুতের সমস্যায় নাজেহাল এলাকার বাসিন্দারা । পাশাপাশি এই তীব্র দাবদাহ এর মধ্যে পানীয় জলের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ওই গ্রামের বাসিন্দাদের। এই দীর্ঘদিনের চাহিদা না পূরণ হওয়ায় গর্জে উঠলেন গোটা গ্রামবাসী । উন্নয়নের দাবিতে ভোট বয়কটের পথে হাঁটতে চলেছেন তারা।