নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: শনিবার ১৩,ডিসেম্বর :: কোচবিহার ডিভিশন এর পাঁচটি ডিপোর আধিকারিকদের নিয়ে বিশেষ বৈঠক করলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা চেয়ারম্যান পার্থ প্রতিম রায়।
একই সঙ্গে সংস্থার চেয়ারম্যানের সঙ্গে দেখা করে মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে রিমোট এলাকা গুলোকেও বাসের ব্যবস্থা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পক্ষ থেকে করা হয় সেই আবেদন জানান রাজ্য মধ্য শিক্ষা পরিষদের সভাপতি রামানুজ গাঙ্গুলী।
চেয়ারম্যান পার্থ প্রতিম রায় বলেন, বিভিন্ন ডিভিশন ধরে বৈঠক করে থাকি । সে মতো উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহনের কোচবিহার ডিভিশনের অধীনে থাকা পাঁচটি রিপোর্টকে নিয়ে আলোচনা করা হয়েছে । সংস্থার ম্যানেজিং ডাইরেক্টর থেকে শুরু করে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।
মূলত এই বৈঠকে কি কি সমস্যা রয়েছে সেসব নিয়ে আলোচনা করা হয়েছে। বিশেষ করে কোন কোন রুটে বাস ঠিকঠাক চলছে অথবা কোন কোন গ্রুপ থেকে আয় আসছে না অথবা গাড়ি সমস্যা গাড়ি টেকনিক্যাল সমস্যা থেকে শুরু করে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়াও এদিন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গুলী তিনি আমাদের কাছে আবেদন জানান মাধ্যমিক পরীক্ষার সময় যাতে বেশ কিছু এলাকা তিনি মেনশন করে দেন এসব এলাকায় যাতে কিছু স্পেশাল গাড়ি চালানো হয়।
যদিও আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় বিশেষ বাস চালিয়ে থাকি আলাদা করে। নতুন করে তিনি যেইসব রুটের কথা বলেছেন সেই সব এলাকাতেও বাস চালানো হয় তবুও আরো বাস বাড়ানো হবে ।

