নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভূম :: শুক্রবার ২৩,আগস্ট :: পাঁচ কিলোমিটার পদযাত্রা করে প্রতিবাদে গর্জে উঠল ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের অন্তর্গত কলেশ্বর গ্রামের মহিলারা। মূলত আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে এক ডাক্তারি পড়ুয়াকে নৃশংস ভাবে খুন ও হত্যা করা হয়েছিল
ঠিক তারই প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় কলেশ্বর শিব মন্দির হয়ে কলেশ্বর বাজার পরিক্রমা করে আবার পুনরায় কলেশ্বর শিব মন্দিরের কাছে এসে এই পদযাত্রা শেষ হয় । সব শেষে সন্ধ্যা রাতে মোমবাতি মিছিল করে । এই প্রতিবাদ মিছিলে কলেশ্বর গ্রামের প্রায় কয়েকশ মহিলারা এই প্রতিবাদে গর্জে উঠলেন।
মূলত আরজি কর কাণ্ডের প্রতিবাদে গ্রাম থেকে শহর সর্বত্রই প্রতিবাদে গর্জে উঠছেন মহিলারা তবে পিছিয়ে নেই কলেশ্বর গ্রামবাসী। এদিন তারাও পদযাত্রা করে এক প্রতিবাদ মিছিল করলেন তারা। আর এই কর্মসূচিতে কলেশ্বর গ্রামের কয়েকশ মহিলারা অংশগ্রহণ করেন । তবে সবশেষে কলেশ্বর শিব মন্দির প্রাঙ্গনে মোমবাতি মিছিল করে ও নীরবতা পালন করে এই প্রতিবাদ মিছিল সমাপ্ত করা হয় ।