সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: উস্তি :: শনিবার ৯,নভেম্বর :: টানা পাঁচদিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে বিজেপির দলীয় কার্যালয় থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হল দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির সোশ্যাল মিডিয়া কনভেনার পৃথ্বীরাজ নস্করের (৩৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত পাঁচ দিন ধরে নিখোঁজ ছিল পৃথ্বীরাজ নস্কর। গত ৭ নভেম্বর উস্তি থানাতে গিয়ে তাঁর পরিবার একটি লিখিত অভিযোগ দায়ের করে। এরপর শুক্রবার গভীর রাতে উস্তি থানার অন্তর্গত দ্বীপের মোড় এলাকার কাছে বিজেপির দলীয় কার্যালয় থেকে উদ্ধার হয় ক্ষতবিক্ষত দেহ। স্থানীয় সূত্র জানা যায় পৃথ্বীরাজ আটপাড়া এলাকায় থাকতেন।
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার মর্গে মৃতদেহ পাঠানোর ব্যবস্থা করে পুলিশ ।পৃথ্বীরাজের বাড়ির থেকে দ্বীপের মোড় বিজেপির দলীয় কার্যালয় দূরত্ব মেরে কেটে ১ কিলোমিটার। বাড়ির এত কাছে এই কাণ্ড ঘটে গেল, অথচ কেউ কিছু টের পেলনা তা ভাবাচ্ছে পুলিশকে।
তাহলে কী অন্যত্র মেরে ওখানে দেহ ফেলে রাখা হয়েছে? সেই প্রশ্নও উঠছে। গত লোকসভা নির্বাচনে মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির পরাজিত প্রার্থী অশোক পুরকাইতের ছায়া সঙ্গী ছিলেন পৃথ্বীরাজ।
তখন থেকেই শাসক তৃণমূলের টার্গেট হয়ে গিয়েছিলেন বলে পরিবারের দাবি। পরিবারের অভিযোগ, পরিকল্পনা করেই পৃথ্বীরাজকে অপহরণ করেছিল তৃণমূলের দুষ্কৃতীরাই। ওরাই খুন করেছে। তারপর দেহ নিয়ে এসে বিজেপির দলীয় কার্যালয়ে ফেলে রেখে গিয়েছে।
তালা বন্ধ দলীয় কার্যালয়ে কিভাবে এল মৃতদেহ কিংবা কে বা কারা বিজেপি সোশ্যাল মিডিয়ার কনভেনার কে খুন করে রেখে দিয়ে গেল দলীয় কার্যালয়ে গোটা বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ । ইতিমধ্যে রক্তমাখা কাপড় উদ্ধার করেছে পুলিশ।
এই ঘটনা নিয়ে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয়েছে সুন্দরবন পুলিশ জেলার বিশাল পুলিশ বাহিনীকে।