পাঁচ দিন নিখোঁজ থাকার পর মৃত অবস্থায় পাওয়া গেল এক পরিযায়ী শ্রমিককে।

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ২১,জুন :: :পাঁচ দিন নিখোঁজ থাকার পর মৃত অবস্থায় পাওয়া গেল এক পরিযায়ী শ্রমিককে। জানা গেছে মৃত শ্রমিকের নাম কৃষ্ণ চৌধুরী(৫৫)। বাড়ি মালদা জেলার রতুয়া ২ নম্বর ব্লকের হরিপুর বিনপাড়া এলাকায়। উড়িষ্যায় টাওয়ারের কাজে গিয়ে সেখানে তার মৃত্যু হয় বলে জানা গেছে ।বুধবার সন্ধ্যাবেলা তার দেহ বাড়িতে পৌঁছাতে কান্নায় ভেঙে পড়েন পরিবার সহ আত্মীয়-স্বজনেরা।

পরিবার সূত্রে জানা গেছে, কৃষ্ণ চৌধুরী দেড় মাস আগে উড়িষ্যায় টাওয়ার এর কাজে যান,সেখানে তিনি ওয়াচম্যানের কাজ করতেন। গত বৃহস্পতিবার বাড়িতে কথা বলেন তিনি। তারপর থেকে আর কোন খোঁজ পাওয়া যায়নি তার। পরিবারের লোকজন কোন খোঁজ না পেয়ে ঠিকাদারের সাথে যোগাযোগ করেন। কিন্তু ঠিকাদার কোন সদ উত্তর দিতে পারেননি।

উল্টে কৃষ্ণ চৌধুরী পরিবারের লোকজনকে হুমকি দেয়। ঠিকাদার এমনও অভিযোগ করেন যে কৃষ্ণ চৌধুরী বাড়ি এসে লুকিয়ে আছে এবং টাকার জন্য এসব চাপ সৃষ্টি করছে। যদিও সেই ঠিকাদারই মঙ্গলবার কৃষ্ণ চৌধুরীর বাড়িতে ফোন করে জানান যে কৃষ্ণ চৌধুরী মারা গেছেন। অবশেষে বুধবার সন্ধ্যাবেলা তার গলা পাচা দেহ গ্রামের বাড়িতে এসে পৌঁছায়।

এ বিষয়ে কৃষ্ণ চৌধুরীর স্ত্রী সুকমারিয়া চৌধুরী জানান, গত সাত দিন থেকে আমার স্বামীর সাথে কোন যোগাযোগ ছিল না। স্বামীর কোন খোঁজ না মেলায় আমি একাধিকবার ঠিকাদারকে ফোন করলেও সে আমার সাথে কোনো কথা বলতে চাইনি। অবশেষে গত রবিবার সে আমাকে ফোন করে জানায় যে আমার স্বামী নাকি হারিয়ে গেছে।সে কাউকে কিছু না জানিয়ে বাড়ি যাওয়ার জন্য ট্রেন ধরে নিয়েছে।

আমি ঠিকাদারের কথামতো দুইদিন অপেক্ষা করি। কিন্তু গত মঙ্গলবার ঠিকাদার আমাকে ফোন করে জানায় যে আমার স্বামী মারা গেছে। আমার স্বামীর শরীরে একাধিক আঘাতের চিহ্ন আমি দেখতে পেয়েছি। এটা স্বাভাবিক মৃত্যু বলে আমার মনে হয় না। পুলিশ প্রশাসন এর সঠিক তদন্ত করুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =