নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: সোমবার ২৩,ডিসেম্বর :: পৌষ মেলা নিয়ে উন্মাদনা শুরু হয়েছে ব্যবসায়ী থেকে স্থানীয়দের মধ্যে। ২০১৯ সালের পর এই প্রথম বিশ্বভারতী কর্তৃপক্ষ পৌষ মেলা আয়োজন করছে পূর্বপল্লীর মাঠে। যদিও ২৩ সালে জেলা প্রশাসন আয়োজন করেছিল বিশ্বভারতীর পূর্ব পল্লীর মাঠে পৌষ মেলা, তবে এবারে পৌষ মেলা আয়োজন করাই খুশি সকলে।
স্টল বন্টন নিয়ে মাঝে মাঝে অভিযোগ উঠলেও ধীর গতিতে স্টল বন্টন হচ্ছে বলে অভিযোগ উঠছে। যেহেতু পাঁচ বছর পর অনলাইনে বুকিং হচ্ছে তাই ধীরগতি হচ্ছে বলে দাবি বিশ্বভারতী কর্তৃপক্ষের। তবে পৌষ মেলা নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের বিশেষ নিরাপত্তা ও ম্যাপ গাইডলাইন প্রকাশ করা হবে বলে জানা যাচ্ছে।
সিসিটিভি ক্যামেরা থেকে বিশেষ টিম তৈরি করা হবে যাতে মেলায় কোনরকম অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া যায়। আজ পুলিশ প্রশাসনের আধিকারিকরা পৌষ মেলা মাঠ ঘুরে দেখেন এবং ম্যাপ নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয় প্রশাসনের মধ্যে।
৭ ই পৌষের সকালে ছাতিম তলায় সংবৎসরিক উৎসবের মাধ্যমে বিশ্বভারতী পৌষ উৎসবের সূচনা হবে। মহর্ষি দেবেন্দ্রনাথের দীক্ষার দিন সেই দিনটিকে স্মরণ করতে ৭ ই পৌষ সংবৎসরিক উৎসব পালিত করা হয়। রীতি মেনে পৌষ উৎসব পালিত হবে।