নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিনিকেতন :: বৃহস্পতিবার ২৬,ডিসেম্বর :: পাঁচ বছর বাদে পূর্বপল্লীর মাঠে শুরু হয়েছে পৌষমেলা।আর সেই মেলায় শাসক থেকে বিরোধী প্রত্যেকেই নেমেছে জনসংযোগে।তেমনই পৌষ মেলায় স্টল করেছে বিজেপি।মঙ্গলবার সেই স্টলে আসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
এক প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন,“ যে দেশ আমাদের বিরোধিতা করছে, তাদের ব্যবসা করার সুযোগ কেন দেব আমরা?” কারণ সাম্প্রতিক অশান্তির জেরে এবার পৌষমেলায় বাংলাদেশের তরফে কোন স্টল নেই।স্টল নেই নেপাল,ভুটান সহ অন্য কোন দেশের। দিলীপ ঘোষ মনে করেন,দুই দেশের মধ্যে মৈত্রী ও বন্ধুত্বের সম্পর্ক থাকা উচিত।কোথাও ব্যাঘাত হয়েছে”
অন্যদিকে সমাজমাধ্যমে অনেকেই দিলীপ ঘোষকে ফের রাজ্য সভাপতি পদে চাইছেন।এই প্রসঙ্গে দিলীপের ইঙ্গিতপূর্ণ প্রতিক্রিয়া, “ হয়তো কেউ কেউ মনের কথা বলেছেন। তবে,আমার বিরোধীতা করার লোকও আছে।ফেসবুক মনের কথা লেখার জন্য,তাই কেউ লিখেছেন।”