সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: বুধবার ৩,জুলাই :: ভাঙরে পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম পঞ্চায়েত ভোটের সময় নানা রকম গন্ডগোল করার জন্য কলকাতা পুলিশ তাকে গ্রেফতার করেছিল। প্রায় পাঁচ মাস পর মঙ্গলবার আরাবুলকে হাইকোর্ট থেকে জামিন মঞ্জুর করে। বুধবার বারুইপুর সংশোধনাগার মুক্তি পায়।
বারুইপুর সংশোধনাগার থেকে ছাড়া পেয়ে কর্মী সমর্থকদের ভালোবাসায় আপ্লুত ভাঙড়ের “তাজা নেতা” আরাবুল ইসলাম। ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে তার যে নেমপ্লেট তা সরিয়ে দিলেও তাকে সরানো যে সহজ হবে না সেই বার্তা এদিনই দেন তিনি। তার বক্তব্য আমি নির্বাচিত জন প্রতিনিধি। পঞ্চায়েত সমিতির সদস্যদের ভোটে আমি সভাপতি হয়েছি।
তার বিরুদ্ধে ভাঙড়ের এক তৃণমূল নেতাকে খুনের চক্রান্তের যে অভিযোগ শওকত মোল্লা করেছিলেন এ নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে প্রকাশ্যে তিনি জানাবেন বলে জানান।
জেল থেকে বেরিয়ে কাঁপা কাঁপা গলায় বলেন আমি অসুস্থ। পরক্ষনেই লোকসভা ভোটের ভালো রেজাল্টের জন্য মমতা বন্দোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়ের কৃতিত্ব বলেও জানান তিনি। নেত্রী মমতা বন্দোপাধ্যায় ও নেতা অভিষেক বন্দোপাধ্যায় যাতে সুস্থ ও ভালো থাকেন তার প্রার্থনাও জানান। ভাঙড়ের মানুষও যাতে সুস্থ ও ভালো থাকে সেই প্রার্থনাও করেন তিনি।