নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: ফের খুশির হাওয়া শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে । আবার মা হল শীলা । পাঁচ সন্তানের মা হয়েছে এই পার্কের রয়্যাল বেঙ্গল টাইগার শীলা । গত ১০ তারিখ রাত ৯ টা থেকে ১২ টা ৫০ মিনিট পর্যন্ত একে একে পাঁচ সন্তানের জন্ম দিয়েছে সে ।সাফারি পার্ক সূত্রের খবর , বিভানের সঙ্গে সখ্যতা হওয়ার পরই শীলা গর্ভবতী হয়েছিল । শাবকরা এখনও মায়ের সঙ্গে থাকায় তাদের লিঙ্গ জানা সম্ভব হয়নি । তবে মা ও তার ৫ শাবক সুস্থ রয়েছে বলে সাফারি পার্ক সূত্রে জানা গিয়েছে ।