নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁথি :: মঙ্গলবার ২১,অক্টোবর :: প্রায় ৩০০ বছরের পুরনো পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লাগুয়া পিছাবনী’র কালী পুজো ও মেলা। কথিত আছে এখানে খুব জাগ্রত মা কালী, তিনি নাকি এখানে গভীর রাত্রে ঘোরাফেরা করতেন।
বিগত দিনের ছোট মন্দির থাকলেও বর্তমানে সুবিশাল মন্দির তৈরি হয়েছে মায়ের। বিভিন্ন রাজ্য ও বিভিন্ন জেলা থেকে মায়ের কাছে মনস্কামনা পূর্ণের জন্য, প্রতিবছর এখানে প্রায় ৫ হাজারের বেশি পুণ্যার্থী, স্নান শেষে জ্বলন্ত ধুনুচি মাথায় করে নিয়ে এসে মায়ের কাছে তা অর্পণ করেন।মানুষের বিশ্বাস এর ফলে মা সবার মনস্কামনা পূর্ণ করেন। মা এখানে সারা বছর দুবেলা পুজিত হন, দু বেলা মায়ের কাছে ভোগ নিবেদন করা হয়। পাশাপাশি এখানে নিয়মিত পুজিত হন প্রভু জগন্নাথ, শীতলা ও চন্ডীমাতা।
পিছাবনী কালী পূজা কমিটি’র উদ্যোগে প্রতি বছরই পিছাবনী তে কালীপুজো ও মেলা বসে। বিগত দিনে ১৫ দিন ধরে মেলা চললেও বর্তমানে এখানে ১০ দিনের মেলা বসেছে। প্রতিদিন এই মেলাতে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। এই মেলাতে আতশবাজি প্রদর্শন ও যাত্রাপালা গান এখানকার বিশেষত্ব।