পাঁশকুড়ায় পোস্টমাস্টার লক্ষণ হেমব্রম এর বাড়িতে ইডির তল্লাশি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাঁশকুড়া :: বৃহস্পতিবার ৭,সেপ্টেম্বর :: ২০১৮সালে পূর্ব মেদিনীপুরের ময়নার রামচন্দ্রপুর পোস্ট অফিসের পোস্ট মাস্টার ছিলেন পাঁশকুড়ার বাসিন্দা লক্ষণ হেমব্রম। সেই পোস্ট অফিসে থাকাকালীন প্রায় ৫কোটি টাকা তছরূপের অভিযোগ আসে তাঁর বিরুদ্ধে। যার ফলে ময়নার ওই পোস্ট অফিস থেকে স্থানান্তরিত করা হয় কোলাঘাট নতুন বাজার পোস্ট অফিসে।

২০১৯ সালে তাঁকে সাসপেন্ড করা হয় কোলাঘাট নতুন বাজার পোস্ট অফিস থেকে। রামচন্দ্রপুরে পোস্টমাস্টার থাকাকালীন তার নামে অভিযোগ হলে ২০১৯ সালে তাকে গ্রেফতার করে পুলিশ। যদিও তারপর জামিনে ছাড়া পায় লক্ষন হেমব্রম। চার বছরের মাথায় ইডি ডেকে পাঠায় লক্ষন হেমব্রমকে এমনটাই জানায় লক্ষণ হেমব্রম।

মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার ৪নং ওয়ার্ডের বাসিন্দা লক্ষণ হেমব্রম এর বাড়িতে আসে ইডির ৬ জনের টিম। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১২ ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ এবং ঘর তল্লাশি। এই লক্ষণ হেমব্রমের আদি বাড়ি পাঁশকুড়ায় নস্করদিঘীতে, সেখান থেকেই কয়েক বছর আগে পাঁশকুড়া পৌরসভায় জায়গা কিনে প্রসাদসমান বাড়ি তৈরি করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + eleven =