নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাঁশকুড়া :: রবিবার ১০,আগস্ট :: ভয়াবহ দুর্ঘটনা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া এলাকায়। কোলাঘাট থেকে মেছোগ্রাম যাওয়ার পথে বেপরোয়া গতির লরি পিষে দিল রাস্তার পাশে থাকা চারটি দোকান।
শনিবার রাত ৮টা ১৫ নাগাদ এই দুর্ঘটনায় অন্তত দু’জনের দেহ উদ্ধার হয়েছে। ৭ থেকে ৮ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ৬ নং জাতীয় সড়কের সিদ্ধা বাজার এলাকায় দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে সরিয়ে ক্রেন দিয়ে সরিয়ে এই মুহূর্তে উদ্ধারকাজ চলছে।
অভিযোগ, ট্রাকের চালক এবং খালাসি দুজনই নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। তাঁরা বেপরোয়া গতিতে ট্রাক চালাচ্ছিলেন। যার জেরে এই দুর্ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে আচমকা ফুটপাথে উঠে পড়ে। ট্রাকের ধাক্কায় গুঁড়িয়ে যায় বেশ কয়েকটি দোকান। চাকায় পিষ্ট হয়ে তিন জন ঘটনাস্থলেই মারা যান।
কয়েক জন গুরুতর জখম হন। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ট্রাকটিকে আটক করেছে পাঁশকুড়া থানার পুলিশ। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে খড়্গপুর থেকে কোলাঘাটের দিকে আসছিল মালবোঝাই ট্রাকটি। সিদ্ধা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতি এতই বেশি ছিল যে, ট্রাকটি লোহার ব্যারিকেড ভেঙে রাস্তার পাশে থাকা একাধিক দোকান গুঁড়িয়ে দেয়।
অভিযোগ, ট্রাকের চালক ও খালাসি মদ্যপ অবস্থায় ছিলেন। সেকারণে এই দুর্ঘটনা। সিদ্ধা বাজারের কাছে এই দুর্ঘটনায় লরির চাকায় পিষে যায় একটি স্টেশনারি দোকান, একটি পান ও একটি মিষ্টির দোকান। ওই দোকানগুলিতে যাঁরা ছিলেন, তাঁদের সকলের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।