নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাঁশকুড়া :: ২৬ শে মার্চ :: রাজ্যে বিজেপি নয়, দাপট বাড়ছে সিপিএমের। পাঁশকুড়ায় সমবায় সমিতি নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী দল বিজেপিকে পেছনে ফেলে প্রথমে উঠে এলো সিপিএম। তাহলে কি পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের প্রধান প্রতিপক্ষ হচ্ছে কি সিপিএম ? একের পর এক সমবায় সমিতি নির্বাচন, শিল্পনগরী হলদিয়া ডক নির্বাচনে উঠে এলো ফলাফল।
রবিবার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায় যশোদা কো -অপারেটিভ এগ্রিকালচার কমিটির নির্বাচন ছিল। সমবায় সমিতির নির্বাচনে কার্যত এিমুখী লড়াই হয়ে ওঠে। সমবায় সমিতির মোট আসন ৯ টি । রাজ্যের বিরোধীদল বিজেপি ৪ টি আসনে প্রার্থী দেয়। সিপিএম ও তৃণমূল ৯ টি আসনে প্রার্থী দেয়।
সকাল থেকে টান টান উত্তেজনার মধ্যে সমবায় সমিতির নির্বাচন চলে। ফল ঘোষণার শেষে শেষ হাসলো সিপিএম। বিজেপির ঝুলিতে একটিও আসন এলো না। শাসক দল তৃণমূল কংগ্রেস পেল ৪ টি ও সিপিএম পেল পাঁচটি আসন। সমবায় সমিতি নির্বাচনে জয়ের পর কার্যত উৎফুল্ল সিপিএম কর্মী সমর্থকেরা।
তারা বাজী ফাটিয়ে আবির উড়িয়ে উল্লাস করেন সিপিএম কর্মী সমর্থক। তাহলে কি পঞ্চায়েত নির্বাচনের আগে সিপিএমের মাটি শক্ত হচ্ছে?