পাইকরের ৬ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশব্যাক, পাশে দাঁড়ালেন সাংসদ সামিরুল ইসলাম

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভূম :: মঙ্গলবার ১৬,সেপ্টেম্বর :: বীরভূম জেলার পাইকর গ্রামে দেখা যায় এক হৃদয়বিদারক পরিস্থিতি।

পাইকর থানার অন্তর্গত সুইটি বিবি, সোনালি খাতুন সহ দুই পরিবারের মোট ছয়জন সদস্যকে বিজেপি শাসিত রাজ্যের দিল্লি পুলিশ সঠিক তদন্ত ছাড়াই অন্যায়ভাবে ভারতীয় সীমান্ত পেরিয়ে রাতের অন্ধকারে বাংলাদেশে পুশব্যাক করে দেয়।

এর ফলে পরিবারগুলি মারাত্মক সমস্যায় পড়ে। এই ঘটনায় অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম  । তিনি আশ্বাস দিয়েছেন, আইনি জটিলতা কাটিয়ে খুব শীঘ্রই বাংলাদেশে আটকে থাকা ওই ছয়জনকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন।

পাশাপাশি তিনি জানান, এই অন্যায় ও অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে তিনি সংসদ থেকে শুরু করে সর্বত্র লড়াই চালিয়ে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 2 =