নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: সোমবার ১,ডিসেম্বর :: পাউরুটি কেনাকে কেন্দ্র করে বোমাবাজি। রবিবার রাতে জগৎবল্লভপুরের পোলগুস্তিায়ায় বোমাবাজির ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর এলাকার তিন দুষ্কৃতী একটি রুটির দোকানে পাউরুটি কিনতে আসে।
সেখানে দোকানের মালিকের সঙ্গে বচসা হয়। তারপরই ওই দুষ্কৃতীরা বাইরে থেকে লোক এনে বোমাবাজি শুরু করে দেয় বলে অভিযোগ। দোকানে বোমা চার্জের পাশাপাশি রাস্তায় মুড়ি মুরকির মতো বোমা ফেলতে থাকে।
এলাকার মানুষ জানিয়েছেন ১০ থেকে ১৫ টি বোমা পড়ে। এই ঘটনায় দোকানের দুজন এবং এলাকার আরো দু-তিন জন আহত হয়।
আহতদের নিয়ে যাওয়া হয় আমতা গ্রামীণ হাসপাতালে এবং স্থানীয় নার্সিংহোমে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জগৎবল্লভপুর থানার বিরাট পুলিশ বাহিনী এবং র্যাফ। তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাওড়া জেলা গ্রামীণ পুলিশ সুপার সুবিমল পাল জানিয়েছেন পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। একটি বেকারি ফ্যাক্টরি নিয়ে গন্ডগোলের জেরে এই ঘটনা। দুইজন আহত হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কি কারনে এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ

