নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: সোমবার ১৫,জানুয়ারি :: পাওনা টাকা আদায় নিয়ে বচসার জের। হাওড়ার ডোমজুরে খুন এক যুবক। গতকাল সিরাজুল শেখ(৩৫) নামে ওই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করে ডোমজুর থানার পুলিশ। ডোমজুর থানার অন্তর্গত উত্তর ঝাপরদহ এলাকায় একটি জলা জমিতে সিরাজুলের দেহ পড়েছিলো।এই ঘটনার তদন্তে নেমে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের বাসিন্দা সিরাজুল ডোমজুর এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকতো।এখানে হাসু খার অধীনে রাজমিস্ত্রির কাজ করতো।হাসুর থেকে তিরিশ হাজার টাকা ধার নিলেও সেই টাকা ফেরত দিচ্ছিলো না। উল্টে হাসুকে মারধর করেছিলো।
এরপর সে আলমগীর নামে এক দুস্কৃতিকে কুড়ি হাজার টাকার সুপারি দিয়ে সিরাজুলকে খুনের পরিকল্পনা করে। গতকাল আলমগীর ও তার দুই সাগরেদ কাজ দেবার নাম করে সিরাজুলকে ডেকে খুন করে। ঘটনাস্থল থেকে দুটি রক্তমাখা কোদালের বাঁট উদ্ধার হয়।
খুনের কাজে এগুলো ব্যবহার করা হয়েছে বলে মনে করছে পুলিশ। এই ঘটনায় মূল অভিযুক্ত হাসু খা ও আলমগীর নামে দুজনকে গ্রেপ্তার করে আজ হাওড়া আদালতে পাঠানো হয়। ধৃতদের ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।