নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: সোমবার ৮, ডিসেম্বর :: বসিরহাট থানার ফতুরাটি এলাকায় খুন,টাকা-পয়সার লেনদেনের জেনে খুন বলে প্রাথমিক অনুমান এলাকার মানুষের- আসাদুল মন্ডল (২৫) উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার বসিরহাট থানার ফতুরহাটি এলাকার ঘটনা ।
আশাদুল মন্ডল কলকাতায় কাজ করতো । প্রতিদিন যাতায়াত করত বাড়ি থেকে । একই রকম কলকাতায় কাজে যায় কিন্তু রাতে বাড়ি ফেরেনা । ভোরে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে বাঁশ বাগানের মধ্যে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়।
এলাকার মানুষের অভিযোগ টাকা পয়সার লেনদেনের কারনে এই খুন। ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ পৌঁছায় । দেহ উদ্ধারের পাশাপাশি ঘটনার তদন্তে নেমেছে পুলিশ |এই ঘটনায় মূল অভিযুক্ত আমির আলীসহ গ্রেফতার ২ |

