সুদেষ্ণা মন্ডল:: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: রবিবার ১৭,নভেম্বর :: রাজ্যে যেখানে আবাস যোজনার একাধিক দুর্নীতি এবং বেনিয়ম সামনে আসছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজের আবাস যোজনার বাড়ির ফেরালেন ডায়মন্ডহারবারের শিক্ষক আনিসুর। আবাস যোজনা নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্ষোভ বিক্ষোভ থেকে শুরু করে দুর্নীতি কারচুপি সহ একাধিক অভিযোগ উঠে আসছে।
কিন্তু ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে অন্য নজির গড়ে তুললেন ডায়মন্ডহারবার ২ নম্বর ব্লকের মরিগাছির এলাকার এক যুবক আনিসুর রহমান । পেশায় তিনি গৃহশিক্ষক। গত ৬ বছর আগে ২০১৮ সালে তিনি আবাস যোজনার জন্য আবেদন করেছিলেন । কিন্তু তৎকালীন আবাস যোজনায় তার নাম বাদ পড়ে গিয়েছিল।
এরমধ্যে তার পরিবারের লোকজন পাকা বাড়ি নির্মাণ করে নিয়েছে। কিন্তু ২০২৪ সালে নতুন করে আবাস যোজনার তালিকা তৈরি হওয়াতে আনিসুর জানতে পারেন তার নাম রয়েছে নতুন তালিকাতে। কিন্তু এখন তো আনিসুরের পাকা বাড়ি রয়েছে ।নিজের পাকা বাড়ি হয়ে যাওয়ার কারণে নিজেই ব্লক প্রশাসনের কাছে লিখিত আকারে চিঠি দিয়ে তিনি তার নাম বাতিল করার জন্য আবেদন জানান