কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: পাকা রাস্তার দাবিতে এবার পথে নামলেন মালদা জেলার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকার কাপাইচন্ডি,কতল, মোল্লাবাড়ি, পেমা, ভক্তিপুর ও গিধিনপুকুর এলাকার স্থানীয় বাসিন্দারা। হরিশ্চন্দ্রপুর-কুশিদা গামী রাজ্য সড়ক পথ অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন কয়েকশো বাসিন্দা। তাতেই ব্যস্ত সময়ে তীব্র যানজট তৈরি হরিশ্চন্দ্রপুরের কুশিদা রাজ্যগামী জাতীয় সড়কে। পথ অবরোধ কে কেন্দ্র করে শুরু হয়েছে তৃণমূল- বিজেপির রাজনৈতিক চাপানউতোর।স্থানীয় সূত্রে জানা যায় যে প্রায় দীর্ঘ ১৫ বছর ধরে রাস্তার অবস্থা বেহাল। কোন রকম যান চলাচলের অবস্থাতে নেই রাস্তা। যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। এলাকায় কোথাও আগুন লাগলে ঢুকতে পারবে না দমকলের গাড়ি। হঠাৎ কোনো প্রসূতিকে হাসপাতালে নিয়ে যেতে গেলে প্রচন্ড সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সব মিলিয়ে চরম ভোগান্তির মধ্যে রয়েছে প্রায় ৫-৬ টি এলাকার কয়েক হাজার বাসিন্দারা।
তৃণমূলের জেলা পরিষদ সদস্য সন্তোষ চৌধুরী বলেন,” যেখানে বিক্ষোভ হচ্ছে কতল গ্রামে দুই বছর আগে আমি সেই রাস্তা তিরিশ লক্ষ টাকা খরচ করে মেরামত করেছি। হয়তো কিছু সমস্যা হয়েছে তাই বিক্ষোভ করছে। এই মুহূর্তে আমাদের জেলা পরিষদের সভাধিপতি নেই এক বছর ধরে। তাই কাজ আটকে আছে। মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় হরিশ্চন্দ্রপুর জুড়ে উন্নয়নের কাজ হচ্ছে। দ্রুত আমরা এই সমস্যার সমাধান করে দেব।”
বিজ্ঞাপন
এ কথা ঠিক হরিশ্চন্দ্রপুর এলাকা জুড়ে দৈনন্দিন হয় সরকারি প্রকল্পে দুর্নীতি বা সরকারি পরিষেবা সঠিক না পাওয়ার অভিযোগে বিক্ষোভ হচ্ছে। যদি সত্যিই এত উন্নয়ন হয় তাহলে প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষ বারবার বিক্ষোভে নামছে কেন?আর আন্দোলন-বিক্ষোভ হলেই তা নিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক তরজা। চাপা পড়ে যাচ্ছে মানুষের প্রকৃত দাবি-দাওয়া।