কুমার পঙ্কজ :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: বুধবার ৩,সেপ্টেম্বর :: ভারতের প্রতিরক্ষা শক্তি আরও জোরদার করতে রাশিয়া নতুন করে অতিরিক্ত এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে। এর ফলে পাকিস্তানের দিক থেকে সম্ভাব্য আকাশপথের হুমকি মোকাবিলায় ভারত আগের চেয়ে আরও প্রস্তুত হবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।
এস-৪০০ বিশ্বের অন্যতম আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম, যা একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। যুদ্ধবিমান, ড্রোন বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র—সবকিছুই এর আঘাত থেকে রক্ষা পাওয়া কঠিন।বিশ্লেষকরা জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে কৌশলগত ভারসাম্য রক্ষায় এই ব্যবস্থা ভারতের জন্য বড় হাতিয়ার হয়ে উঠবে। শুধু তাই নয়, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা সমীকরণেও এর প্রভাব পড়তে পারে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র জানিয়েছে, চুক্তি কার্যকর হলে আগামী কয়েক মাসের মধ্যেই নতুন এস-৪০০ ইউনিট ভারতে এসে পৌঁছাবে। এই পদক্ষেপকে ভারত-রাশিয়া দীর্ঘমেয়াদি সামরিক সহযোগিতার আরেকটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।