নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ৬,মে :: পাকিস্তানি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর দাবিতে পূর্ব বর্ধমানের বুকে উত্তাল রাজনৈতিক চিত্র। “খোঁজো, ধরো, ফেরত পাঠাও” স্লোগানকে সামনে রেখে বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার পক্ষ থেকে জেলা শাসককে ডেপুটেশন দেওয়া হয়।
বর্ধমান রেলস্টেশন চত্বর থেকে মিছিল করে বিজেপি কর্মীরা পৌঁছান কার্জন গেট চত্বরে। সেখানে পুলিশি ব্যারিকেডে আটকে দেওয়ায় বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট।
মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি এবং জেলা সভাপতি অভিজিৎ তা। পরে জেলা শাসকের কাছে স্মারকলিপি দেওয়ার পর কার্জন গেটে পথসভা করেন লকেট চ্যাটার্জি।সেখানে দিঘার জগন্নাথ মন্দির নির্মাণ নিয়ে তীব্র সমালোচনা করেন তিনি।
লকেটের অভিযোগ, “পুরীর জগন্নাথ মন্দিরের হুবহু কপি করে দিঘায় মন্দির তৈরি করে মানুষের বিশ্বাস নিয়ে খেলছে রাজ্য সরকার”।এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ সফর নিয়েও কটাক্ষ করেন লকেট।
তাঁর প্রশ্ন, “ঘটনার পেছনে যদি বাইরের লোক থাকে, তবে রাজ্যের ইন্টেলিজেন্স ব্যর্থ কেন” ? রাজ্য সরকারের গোয়েন্দা ব্যবস্থাকে সম্পূর্ণ ব্যর্থ বলেও অভিযোগ করেন তিনি। বিজেপির কর্মসূচি ঘিরে শহরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এবং কড়া পুলিশি ব্যবস্থা রাখা হয়।