নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ২৬,এপ্রিল :: গত কয়েকদিন আগে যেভাবে বেছে বেছে কাশ্মীরের পেহেলেগাঁও তে সন্ত্রাসীরা হিন্দুদের নিধন করেছে সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে পাকিস্তানের জাতীয় পতাকা পা দিয়ে মাড়িয়ে ও পুড়িয়ে বিক্ষোভ দেখালেন হিন্দু সমাজকল্যাণ সমিতির কার্যকর্তারা।
পাকিস্তানি জিহাদী সন্ত্রাসীরা পেহেলেগাঁওতে বেছে বেছে হিন্দুদের নিধন করেছে। নির্বিচারে গুলি চালিয়ে তাদের হত্যা করেছে। এই আঠাশ জন হিন্দুদের হত্যা করার তীব্র প্রতিবাদ জানাতে ন্যাজাটের রাজবাড়ী এলাকায় প্রতিবাদ মিছিল করলেন হিন্দু সমাজ কল্যাণ সমিতির কার্যকর্তারা।
এদিন রাজবাড়ী এলাকায় প্রতিবাদ মিছিল করার পাশাপাশি রাজবাড়ী চার মাথার মোড়ে কলকাতা বাসন্তী হাইওয়ের উপর জেহাদীদের কুশপুতুল দাহ করেন তার পাশাপাশি পাকিস্তানের জাতীয় পতাকা পা দিয়ে মাড়িয়ে ও পুড়িয়ে তারা বিক্ষোভ দেখায়।
বিক্ষোভকরিদের দাবি আটশ জন হিন্দু নিধনের পরিবর্তে আঠশ হাজার জিহাদি সন্ত্রাসীদের নিধন করতে হবে। পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক করতে হবে এমনটাই দাবি জানানো হয় এই প্রতিবাদ মিছিল থেকে।