নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গোপালনগর :: শুক্রবার ২,মে :: উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার আকাইপুরে একটি শৌচাগারে পাকিস্তানের পতাকা লাগানোর অভিযোগ উঠল দুই ব্যক্তির বিরুদ্ধে। পাকিস্তানের পতাকা লাগিয়ে এলাকায় সাম্প্রদায়িক অস্থিরতা বাড়ানোর চেষ্টার অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ওই দুই ব্যক্তিকে।
পুলিশ জানিয়েছে ওই দুই ব্যক্তির নাম, চন্দন মালাকার এবং প্রজ্ঞজিত মন্ডল, তারা আকাইপুরের বাসিন্দা। বনগাঁ জেলা পুলিশ সুপার দীনেশ কুমার সাংবাদিক বৈঠক করে জানান, দুই ব্যক্তি পাকিস্তানের পতাকা লাগিয়ে ভারত বিদ্বেষী স্লোগান তোলার পরিকল্পনা করছিল। এলাকায় অশান্তি তৈরির উদ্দেশ্যে এই পরিকল্পনা করেছিল তারা।
অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়েছে। তাদের পুলিশ হেফাজতে নিয়ে এই ঘটনার পেছনে আর কারা জড়িত আছে সে বিষয়ে তদন্ত করে দেখা হবে। এরা দুজনই সনাতনী ঐক্য মঞ্চের সদস্য।