পাকিস্তানের বুকে কাঁপন ধরানো — INS বিক্রান্তে মোদীজির দীপাবলি উদযাপন

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ব্যুরো নিউজ :: সোমবার ২০,অক্টোবর :: দীপাবলির পুণ্য উপলক্ষ্যে এবছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের নৌবাহিনীর শক্তি ও আত্মবিশ্বাসের প্রতীক INS বিক্রান্ত-এ গিয়ে সৈন্যদের সঙ্গে উৎসব উদযাপন করলেন।

এই অনন্য আয়োজন শুধু ভারতীয়দের মধ্যে গর্বের সঞ্চার করেনি, বরং পাকিস্তানের প্রতিরক্ষা মহলেও স্পষ্ট কাঁপন ধরিয়েছে। প্রধানমন্ত্রী শনিবার সকালে কোচির নৌঘাঁটিতে পৌঁছন। সেখান থেকে তিনি দেশের প্রথম স্বনির্মিত বিমানবাহী রণতরী INS বিক্রান্ত-এ ওঠেন।নৌবাহিনীর জওয়ানদের সঙ্গে দীপ জ্বালিয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং বলেন— “যেখানে ভারতীয় সৈন্যরা আছেন, সেখানেই আলোর উৎসব দীপাবলি জ্বলে। এই আলো শত্রুদের ভয় দেখানোর নয়, বরং আমাদের সাহস ও আত্মবিশ্বাসের প্রতীক।”

মোদীজি সৈন্যদের হাতে মিষ্টি তুলে দেন এবং তাঁদের পরিবারের প্রতি শুভেচ্ছা জানান। তিনি আরও বলেন, দেশের নিরাপত্তা ও সামুদ্রিক সীমা রক্ষায় নৌবাহিনীর ভূমিকা আজ গর্বের বিষয়।

INS বিক্রান্ত, ৪৫,০০০ টন ওজনের বিশাল এই রণতরী সম্পূর্ণভাবে ভারতীয় প্রযুক্তিতে নির্মিত। এতে রয়েছে আধুনিক ফাইটার জেট, রাডার সিস্টেম ও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা। মোদীজির দীপাবলি উদযাপনের এই পদক্ষেপকে বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তান ও চিনের উদ্দেশে এক কূটনৈতিক বার্তা— ভারত এখন আত্মনির্ভর, প্রস্তুত এবং অটল।

এদিকে ইসলামাবাদে প্রতিরক্ষা পর্যবেক্ষকরা স্বীকার করেছেন, মোদীর এই প্রদর্শনী কার্যত “সামরিক প্রতীকী বার্তা”, যা পাকিস্তানের নিরাপত্তা মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

ভারতীয় নৌবাহিনীর এক কর্মকর্তা বলেন, “প্রধানমন্ত্রীর উপস্থিতি আমাদের মনোবল দ্বিগুণ করেছে। এই দীপাবলিতে INS বিক্রান্ত শুধু আলোকিত নয়, গর্বে দীপ্ত।”

মোদীর INS বিক্রান্তে দীপাবলি উদযাপন শুধু এক উৎসব নয়, বরং ভারতের সামুদ্রিক শক্তি, প্রযুক্তিগত আত্মনির্ভরতা ও জাতীয় গৌরবের প্রতীক— যা প্রতিবেশী দেশগুলির কাছে এক স্পষ্ট বার্তা: ভারত প্রস্তুত, শক্তিশালী এবং ঐক্যবদ্ধ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 19 =