নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ব্যুরো :: বুধবার ১৩,আগস্ট :: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠল রাজস্থানের এক ব্যক্তির বিরুদ্ধে। মঙ্গলবার তাকে গ্রেপ্তার করেছে সিআইডি ।
ধৃতের নাম মহেন্দ্র প্রসাদ। মহেন্দ্র কর্মসূত্রে জয়সলমেরে থাকলেও তিনি উত্তরাখণ্ডের আলমোড়ার পালিয়ুনের বাসিন্দা। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থার (ডিআরডিও) জয়সলমেরের অতিথিশালার ম্যানেজার হিসাবে কাজ করতেন মহেন্দ্র।
ভারতের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্থানের হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। মহেন্দ্রের সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের নিয়মিত যোগাযোগ ছিল। তিনি ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত কাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আইএসআইয়ের হাতে তুলে দিয়েছেন বলে অভিযোগ।
সিআইডি (নিরাপত্তা) আইজি ড. বিষ্ণুকান্ত জানিয়েছেন, সামনেই স্বাধীনতা দিবস। তার আগে রাজস্থানের সিআইডি বিভাগের তরফে কড়া নজরদারি চালানো হচ্ছিল। আর সেই সময়ই ধরা পড়ে মহেন্দ্রর কারসাজি।
বুধবার সকালেই খবর মেলে মহেন্দ্র প্রসাদ নামে এক ব্যক্তি চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কর্মরত রয়েছেন ডিআরডিও গেস্ট হাউসে।
তদন্ত শুরু করতেই দেখা যায়, মহেন্দ্রর সঙ্গে পাক গোয়েন্দাদের যোগাযোগ রয়েছে। ডিআরডিও বিজ্ঞানীদের গতিবিধি, গবেষণা ও সেখানে আসা ভারতীয় সেনা অফিসারদের নাম ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে দিয়েছেন তিনি, অভিযোগ এমনটাই।
এরপরই দ্রুত গ্রেপ্তার করা হয় মহেন্দ্রকে। তাঁর মোবাইল ফোনটি খুঁটিয়ে দেখা হচ্ছে। দুই নিরাপত্তা সংস্থা তাঁকে জিজ্ঞাসাবাদ করছে। তাঁর সঙ্গে আরও কেউ জড়িত কিনা সবটাই খতিয়ে দেখছেন তদন্তকারীরা।