নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা নিউজ ব্যুরো :: মঙ্গলবার ২৯,অক্টোবর :: ইরান ও ইসরাইলের যুদ্ধ ভয়াবহ রূপ নিতে চলেছে। এতদিন পর্যন্ত সারা বিশ্ব জানতো ইসরাইলের মাথায় আছে আমেরিকা আর পাশে আছে পাকিস্তান। কিন্তু এই যুদ্ধ শুরু হতেই পাকিস্তান এখন ইরানের পক্ষে।
ইরানের মাটিতে ইজরাইলের ক্ষেপণাস্ত্র হামলার পর তেল আভিভকে নিশানায় নিয়ে পাকিস্তানের অভিযোগ, গোটা ঘটনার জন্য দায়ী ইজরাইল। পাশাপাশি ইজরাইলের নিন্দায় সরব হয়েছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী।
এদিকে সূত্রের খবর, ইজরাইল এই হামলার যোগ্য জবাব পাবে বলে বার্তা দেওয়া হয়েছে ইরানের তরফে। আমেরিকা তো বটেই ইজরাইয়েলের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে পাকিস্তানের।
তবে ইরান প্রতিবেশী রাষ্ট্র হওয়ায় তেহরানের সঙ্গে ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক রয়েছে পাকিস্তানের। সেখানে ইজরাইয়েলের এই হামলায় যথেষ্ট উদ্বিগ্ন পাকিস্তান। হামলার নিন্দা করে শনিবার পাক বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ”ইরানের উপর যে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তার তীব্র নিন্দা করছে পাকিস্তান।
এই হামলা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার রাস্তাকে নষ্ট করছে।” হঠাৎ পাকিস্তানের এই পথ বদল নিয়ে সন্দীগ্ধ বিশ্ব রাজনৈতিক মহল। হঠাৎ করেই পাকিস্তান এখন শান্তি কথা বলা শুরু করেছে। এই ইস্যুতে এক্স হ্যান্ডেলে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ লেখেন, ‘শান্তির পথ খুঁজতে ইরান ও তার প্রতিবেশী দেশগুলির পাশে রয়েছে পাকিস্তান।
হিংসা এড়াতে সব পক্ষকে সংযম দেখানোর আবেদন জানাচ্ছে।’ পাকিস্তানের পাশাপাশি ইজরাইলের হামলার নিন্দায় সরব হয়ে ইরানের পাশে দাঁড়িয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহী।
ইজরাইলের হামলার তীব্র নিন্দা করে জানানো হয়েছে, হামলা ও পালটা হামলার পথ ছেড়ে দুই পক্ষ যেন আঞ্চলিক শান্তি রক্ষায় সংযমের পথে হাঁটে। অন্যদিকে হামলার পর ইজরাইলের পাশে দাঁড়িয়েছে আমেরিকা।