নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঠাকুরনগর :: সোমবার ৫,মে :: পাকিস্থানি নাগরিকদের চিহ্নিত করে ফেরত পাঠাবে হবে দাবি তুলে সাংবাদিক সম্মেলন কেন্দ্রীয় মন্ত্রীর। উত্তর ২৪ পরগনা জেলার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন পাকিস্তানের মৌলবাদীরা ভারতে অশান্তি সৃষ্টি করছে। আমরা তা হতে দেবো না।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। ভারত সরকার পাকিস্তানের সাথে সিন্ধু চুক্তি বন্ধ করেছে। আগামীতে আরো পরিষেবা বন্ধ হবে। পাকিস্তানি নাগরিকদের দেশে ফেরার কথা বলা হয়েছে।
ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ইতিমধ্যেই পাকিস্তানিদের চিহ্নিত করে পঠানোর কাজ শুরু হয়েছে।
ভারত সরকার পাঁচ লক্ষ পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করেছে। আগামী দিনে কি হতে চলেছে পাকিস্তান ভালই ভালই টের পেয়ে যাবে। সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান থেকে শুরু করে রাজনৈতিক নেতারা ভারতকে পরমানবিক হুমকি দিচ্ছে।
সেই প্রসঙ্গে মন্ত্রী বলেন, পারমাণবিক শক্তি আমাদের কাছেও আছে। ওদের মিসাইল বন্দুক আর বোমায় ড্যাম্প পড়ে গিয়েছে। মন্ত্রী আরো বলেন ইউ এন চুক্তি অনুসারে পাকিস্তানের পরমানবিক শক্তি ব্যবহার করার কোন নির্দেশিকা নেই।