কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ৯,সেপ্টেম্বর :: বামনগোলা ব্লকের পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েত অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকা দের পক্ষ থেকে সোমবার রাষ্ট্রীয় সু-পুষ্টি দিবস অনুষ্টিত হলো। অঙ্গনওয়াড়ী কর্মী অসহায় কাদের পক্ষ থেকে প্রথমে একটি শোভাযাত্রা শুরু হয়।গোটা পাকুয়াহাট পরিক্রমা করে।
জায়তোন এলাকায় সুস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় রাষ্ট্রীয় সু -পুষ্টি দিবস।বামনগোলা ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে সু -পুষ্টি দিবস পালন করা হচ্ছে।
এদিন এখানে ছোট ছোট শিশুদের বিভিন্ন নাচ গান আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গর্ভবতী মহিলাদের বিভিন্ন খাবার দিয়ে স্বাদ ছোট ছোট শিশুদের অন্নপ্রাশনের মধ্যে দিয়ে এই রাষ্ট্রীয় সু পুষ্টি দিবস পালন করা হচ্ছে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামনগোলার বিডিও মনোজিৎ রায়, সিডিপিও খোকন বৈদ্য, ব্লক এর বিভিন্ন আধিকারিক সহ সকল অঙ্গনওয়াড়ি কর্মীরা।এ বিষয়ে বামনগোলা বিডিও মনোজিৎ রায় বলেন-আজ অঙ্গনওয়াড়ী কর্মী ও সহায়িকাদের নিয়ে পাকুয়াহাট সহ বামনগোলা ব্লকে বিভিন্ন এলাকায় রাষ্ট্রীয় সু পুষ্টি দিবস পালন করা হলো।
এই পুষ্টি দিবস উপলক্ষে সাধারণ মানুষকে বিভিন্ন ভাবে র্যালি ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সচেতন করা ও পুষ্টি কি তা বোঝানো হলো।