কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ৯,নভেম্বর :: প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার নির্দেশ মেনে বিভিন্ন জায়গার সাথে এদিন বামনগোলা ব্লকের পাকুয়াহাট, ডাকবাংলা ডেলি মার্কেট এলাকায় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে,,কংগ্রেসের তরফ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়।
গোটা পাকুয়াঘাট পরিক্রমা করে ডাকবাংলা ডেলি মার্কেটে গিয়ে বিক্ষোভ সমাবেশ মধ্যে দিয়ে মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানান -কংগ্রেসের কর্মী সমর্থকরা। এ বিষয়ে কংগ্রেসের ব্লক কমিটির দায়িত্ব থাকা সদস্য জয়ন্ত সরকার জানান মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের পক্ষ থেকে পাকুয়াহাট এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়
মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ মূল্যবৃদ্ধি দিনের দিন বেড়েই চলেছে সাধারণ মানুষের সমস্যা মুখে পড়তে হচ্ছে তারই প্রতিবাদে আজ বামন গোলা কংগ্রেস কমিটি পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়।