পাক-বধে দেবীপক্ষের শুভ সূচনা

সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: স্পোর্টস ডেস্ক :: সোমবার ২২,সেপ্টেম্বর :: কথা দিয়েছিলেন, ভারতবাসীকে একটা সুন্দর রবিবার উপহার দেবেন। কথা রাখলেন সূর্যকুমার যাদব। ব্যাট হাতে তিনি খুব বেশি কিছু করতে পারেননি। তার খুব একটা দরকারও পড়েনি।

শুভমন গিল ও অভিষেক শর্মা, দুই অস্ত্রেই ফের ঘায়েল পাকিস্তান। এশিয়া কাপের গ্রুপ পর্ব হোক বা সুপার ফোর, ছবিটা একই থাকল। দুবাই স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে ৭ বল বাকি থাকতে ভারত জিতল ৬ উইকেটে। ভারতের সুপার ফোর অভিযান ও দেবীপক্ষ, দুটোরই শুভ সূচনা হল পাকিস্তানকে হারিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =