পাচারের আগেই সীমান্ত থেকে উদ্ধার ১৩ কোটি টাকার সাপের বিষ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: ৩,মে :: সীমান্তে গোপন অভিযান বিএসএফের। পাচারের আগেই উদ্ধার ১৩ কোটি টাকার সাপের বিষ। মেড ইন ফ্রান্স লেখা জারে করেই বাংলাদেশ থেকে আসছিল সাপের বিষ । চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার হিলির ভারত বাংলাদেশ সীমান্তের গয়েশপুর বিওপি এলাকার ঘটনা।

যদিও এই ঘটনায় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিএসএফ । বিএসএফ সূত্রের খবর অনুযায়ী, সীমান্তে কর্তব্যরত ১৩৭ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালায়। রাতের অন্ধকারে পাচারকারীদের লক্ষ করে গুলি চালালে সব কিছু ফেলে পালিয়ে যায় । যেখান থেকেই সাপের বিষ ভর্তি একটি জার উদ্ধার করে বিএসএফ।

উদ্ধার হওয়া ওই সাপের বিষ ভর্তি জারটি বালুরঘাট বনবিভাগের হাতে তুলে দেওয়া হয় । যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৩ কোটি টাকা বলেও দাবি করেছে বিএসএফ। ইতিমধ্যেই ওই সাপের বিষ পরীক্ষার জন্য মুম্বাই পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানিয়েছে বালুরঘাট বনবিভাগ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + seven =