নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: শনিবার ২২,জুন :: পাট ক্ষেত থেকে নিখোঁজ মহিলার টুকরো টুকরো দেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য। শনিবার সকাল থেকে এই ঘটনাকে ঘিরে তুমুল হৈচৈ পরিস্থিতি তৈরি হয় দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কালিনগর গ্রামে। ঘটনার পরেই তপন থানার পুলিশ এলাকায় পৌঁছে এক মহিলার দুটি কাটা পা উদ্ধার করেছে।
পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান নৃশংস ভাবে ওই মহিলা খুন করে তার দেহ টুকরো টুকরো করে পাট খেতে মাটি চাপা দিয়ে তথ্য লোপাটের চেষ্টা করেছে অভিযুক্তরা। জানা যায় শুক্রবার সন্ধ্যায় কালিনগর এলাকার এক বাসিন্দা তার জমিতে কাজ করতে গিয়ে আচমকা দুটি পা দেখতে পেয়ে আতকে ওঠেন। এরপরই খবর দেওয়া হয় তপন থানার পুলিশকে।
পুলিশ এসে দেহটি উদ্ধার করবার চেষ্টা করলেও রাতের অন্ধকারে শুধুমাত্র দুটি পা উদ্ধার করতে সক্ষম হয়। তবে দেহের বাকি অংশ হয়েছে কোথায় রয়েছে তা নিয়েই এদিন সকাল থেকে জোর তদন্তে নেমেছে তপন থানার পুলিশ। এদিকে ঘটনাস্থল থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে নিমপুর গ্রামের গৃহবধূ সুলেখা খাতুন বিবি প্রায় চার দিন ধরে নিখোঁজ রয়েছে।
যা নিয়ে থানায় মিসিং ডাইরি না হলেও ঘটনাস্থলে এসে উদ্ধার হওয়া ওই দুটি পা ও জুতো দেখে তার পরিবারের লোকেদের দাবি দেহটি সুলেখার। কিন্তু বাড়ি থেকে প্রায় দশ কিলোমিটার দূরে কালিনগর এলাকার পাট ক্ষেতে কিভাবে সে এসে পৌঁছালো এবং কেনই বা তাকে টুকরো টুকরো করে এভাবে খুন করা হলো তা নিয়েই প্রশ্ন তৈরি হয়েছে সুলেখার পরিবারের লোকেদের মধ্যে।
শান্ত স্বভাবের গৃহবধূ সুলেখাকে কি কারনে এমনভাবে খুন করা হলো তা নিয়ে জোর জিজ্ঞাস্য তৈরি হয়েছে এলাকায়। যদিও ঘটনার পর থেকেই এলাকায় পৌঁছে যাবতীয় তথ্য সংগ্রহ করে এই ঘটনার তদন্তে নেমেছে তপন থানার পুলিশ।