নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ২৪,জুলাই :: পাট ছাড়ানোর কাজে এসে খালে ডুবে মৃত্যু হল এক শ্রমিকের। মৃত ওই ব্যক্তির নাম কালু মণ্ডল । তিনি মুর্শিদাবাদ জেলার জুগিন্ডা বিশ্বাসপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও মৃতের সঙ্গীদের সূত্রে খবর, দিন চারেক আগে ছয় জনের একটি দল মুর্শিদাবাদ থেকে পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের হুড়কাডাঙ্গা এলাকায় পাট ছাড়ানোর কাজ করতে আসে। খাল পেরিয়ে পাট ক্ষেতে যাওয়ার সময় হঠাৎ করে জলে তলিয়ে যান কালু মণ্ডল। সঙ্গীরা তৎক্ষণাৎ খোঁজাখুঁজি শুরু করেন।
অনেক খোঁজাখুঁজির পর কালু মণ্ডলের অচেতন দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে মন্তেশ্বর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় কালনা মহকুমা হাসপাতালে।