সুব্রত বাউরী :: পাণ্ডবেশ্বর :: সংবাদ প্রবাহ :: পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের কুমারডিহি ‘বি’ কোলিয়ারি সিএম প্রকল্প, এই প্রকল্পের কয়লা পরিবহনের কারণে এলাকার রাস্তাগুলি জরাজীর্ণ হয়ে পড়েছে। প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। যেকোনো সময় বড় সড়ক দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। সড়কে চলাচলকারী বড় কয়লা বোঝাই যানবাহন রাস্তা ভেঙ্গে এলাকার বাতাস ধুলোয় ভরে যায়। একদিকে যেখানে সড়ক দুর্ঘটনা বাড়ছে, অন্যদিকে এলাকায় দূষণের মাত্রা দিন দিন বাড়ছে। বাকোলা এলাকার ইসিএলের কর্মকর্তারা বিষয়টি জানেন না। রাস্তার ধুলা এড়াতে দেওয়া হচ্ছে ছিটানো জল হচ্ছে। এতে পথচারীদের দুর্ভোগ বেড়েছে বহুগুণ। ধুলাবালি থেকে রক্ষা পেতে চোখ ও মুখ ঢেকে রাখতে সমস্যা হয় না। তবে সড়কে জল ছিটিয়ে রাস্তা পিচ্ছিল হয়ে যাচ্ছে। এতে দুই চাকার গাড়ি পিছলে যাওয়া ও দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, অতীতে এলাকায় অনেক ছোটখাটো ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দা পলাশ রায় চৌধুরী জানান, পাণ্ডবেশ্বর কুমারডিহি কোলিয়ারির সিএম প্রকল্প থেকে কয়লা বোঝাই গাড়ি সবসময় উল্টো দিকে বাড়ির কাঁটার দিকে যায়। এই পথ দিয়েই এই এলাকার মানুষ বীরভূমে যায়। রাস্তায় এত বড় যানবাহন ক্রমাগত চলাচল করে যে দুর্ঘটনার সংখ্যা অনেক বেড়ে গেছে। তিনি বলেন, এই সড়কটি অবিলম্বে মেরামত করতে হবে যাতে বিপদ এড়ানো যায়।