পাণ্ডবেশ্বর কোলিয়ারির প্রজেক্টের প্রধান গেট আটকে কোলিয়ারির পরিবহন ও কনভেয়ার বেল্ট বন্ধ করে বিক্ষোভ দেখালো জমিদাতারা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাণ্ডবেশ্বর :: বুধবার ১৭,সেপ্টেম্বর :: পাণ্ডবেশ্বর কোলিয়ারির প্রজেক্টের প্রধান গেট আটকে কোলিয়ারির পরিবহন ও কনভেয়ার বেল্ট বন্ধ করে বিক্ষোভ দেখালো জমিদাতারা। জমিদাতাদের দাবি তারা মোট ২২ জন জমিদাতা রয়েছেন যাদের জমি ২০১৮ সালে ইসিএল এর সিবি অ্যাক্ট হয়।

তারপর থেকেই দীর্ঘ বছর পেরিয়ে গেল জমির বিনিময়ে মেনে নিয়ে চাকরি। বারবার কোলিয়ারির আধিকারিকের তরফ থেকে শুধুই মিলেছে আশ্বাস কিন্তু হয়নি কোন কাজ বলে অভিযোগ।আন্দোলনকারীদের সমর্থনে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি শতদ্বীপ ঘটক, শ্রমিক নেতা আইএনটিটিইউসি ও কে কে এস সির এরিয়া সেক্রেটারি বিন্দুদেব জশ ।

তাদের দাবি কোলিয়ারি কর্তৃপক্ষ বারবার নানান ভাবে জমি দাতাদের আশ্বাস দিয়েও কথা রাখছেন না। সেই কারণেই জমিদাতারা আজ দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় আন্দোলনের পথে নেমেছেন।

ব্লক সভাপতি ও শ্রমিক নেতা জানান তারা সবসময় আন্দোলনকারীদের পক্ষে রয়েছেন এবং আগামী দিনেও থাকবেন অন্যদিকে জমিহারা জমি দাতারা হুশিয়ারি দিয়ে বলেন শীঘ্রই তাদের জমির বিনিময়ে চাকরির না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন প্রয়োজনে আমরণ অনশনে বসবেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =