নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বেশ কয়েক মাস ধরে পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের শিরসা গ্রামের মানুষ ধসের আতঙ্কে দিন কাটাচ্ছেন । এলাকায় রয়েছে ইসিএলের ঝাঁঝরা কোলিয়ারি । সেই কলিয়াদীর কয়লা উত্তোলনের জন্য ব্লাস্টিং এর কারনেই এলাকার বাড়িতে ফাটল দেখা দিয়েছিল বেশ কয়েক মাস আগেই তারপর থেকেই আতঙ্কিত গ্রামবাসী ।
ধসের আতঙ্ক এতটাই ছিল যে তাদের বেশ কিছুদিন অস্থায়ী শিবিরে রাখার ব্যবস্থা করে প্রশাসন দীর্ঘদিন অস্থায়ী ক্যাম্পে থাকার পর ফের তারা নিজে নিজে বাড়ি ফিরে যান কিন্তু আতঙ্ক তাদের পিছু ছাড়ছে না । এলাকাবাসীদের দাবি বারবার ইসিএলের দপ্তরে আবেদন নিবেদন করেও কোন কাজ হচ্ছে না ।
শুক্রবার এলাকাবাসীরা ইসিএলের পরিবহন বন্ধ করে বিক্ষোভও দেখান। শনিবার এলাকাবাসীদের সঙ্গে কথা বলতে আসেন বিজেপি নেতা জীতেন্দ্র তিওয়ারী। তিনি জানান ডিসেম্বর মাসের মধ্য সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।