সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: সাগর থানার কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা প্রজাপতি পালের পুত্র প্রস্পজিৎ পালের সাথে বিয়ে ঠিক হয় সাগর থানার সাপখালি গ্রামের বাসিন্দা দীপল প্রধান এর মেয়ে সুস্মিতার সাথে। সুস্মিতা স্থানীয় ফুলবাড়ি শীতলা হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ।
দুই পরিবার দেখাশুনা করে ঠিক করে ছেলে মেয়ের বিয়ে। এরপর বিয়ে ঠিক হওয়ার পর থেকেই ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দুজনের মধ্যে । এরই মধ্যে ঠিক হয়ে যায় বিয়ের দিনক্ষনও ।
এরই মাঝে হঠাৎ পাত্র পক্ষের তরফ থেকে দাবি করা হয় একটি সোনার হার ও বিয়েতে দেড়শ জনের খাওয়ার আয়োজন । যৌতুকে হিসাবে ওই সোনার হার ও দেড়শ জনের খাওয়ার আয়োজন করতে পারবেনা বলে জানায় পাত্রীর বাবা। এই কথা শোনার পর পাত্র পক্ষের তরফ থেকে রীতিমতো অপমান করা হয় ওই পাত্রীর পরিবারকে।
এমনটাই অভিযোগ মৃতার পরিবারের । আর সেই অপমান সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় ওই স্কুল ছাত্রী। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে । পাশাপাশি অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে সাগর থানার পুলিশ । এই ঘটনায় কান্নায় ভেঙে পড়ে পরিবার । পরিবারের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় ।