সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: পাথরপ্রতিমা :: শুক্রবার ৪,জুলাই :: পাথরপ্রতিমায় কুমির আতঙ্ক যেন ছাড়ছে না এলাকাবাসীকে,মাঝেমধ্যেই কুমির ঢুকে পড়ছে লোকালয়ের গৃহস্থের পুকুরে কিংবা খালে। এই সমস্যা সমাধানে হিমশিম খাচ্ছে বনদপ্তর।
দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা গ্রাম পঞ্চায়েতের দে মার্কেট কিশোরী নগর সংলগ্ন এলাকার খোকন বেরা বৃহস্পতিবার বিকালের পুকুরে নেমে দেখতে পায় পুকুরের মাছ লাফালাফি করছে।পুকুর থেকে উঠে মাছ কেন লাফাচ্ছে লক্ষ্য করতেই চক্ষু চড়ক গাছ, বিশাল একটি কুমির। আতঙ্কে চিৎকার শুরু করে খোকন বেরা,আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
খবর দেওয়া হয় ভাগবতপুর রেঞ্জের বনদপ্তরের কর্মীদের।কিছুক্ষণের মধ্যেই বনদপ্তরের কর্মীরা স্থলে পৌঁছে পুকুরটিকে জাল দিয়ে ঘিরে দেয়, গতকাল থেকে সারা রাত্রি ধরে কুমির ধরার জন্য বারবার জাল টানতে থাকে।
শেষ পর্যন্ত পুকুরে বসানো হয় চারটি মেশিন, সকাল ৭টা র মধ্যে পুকুরে জল কমিয়ে দেওয়া হয়। আর জল কমতেই পুকুরে দেখা যায় দৈত্যাকার কুমির।
জাল দিয়ে ধরতে সফল হয় বনকর্মীরা। কমিটিকে ইতিমধ্যেই ভাগবতপুর কুমির প্রকল্পে নেয়া হয়েছে, সেখানে স্বাস্থ্য পরীক্ষা করার পর ভাগবতপুর প্রকল্পে রাখা হবে কুমিটিকে।