পাথরপ্রতিমার গোবর্ধনপুর পর্যটন কেন্দ্রে তৈরির উদ্যোগ বিধায়কের ।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: পাথরপ্রতিমা :: সুন্দরবনের অন্যতম বিচ্ছিন্ন দ্বীপ পাথরপ্রতিমা । এই দ্বীপের মনোরম সুন্দর্য উপভোগ করতে হাজার হাজার পর্যটক ছুটে আসে এখানে । রাজ্যে পালা বদলের পর ২০১৪ সালে গোবর্ধনপুরে পর্যটনকেন্দ্র করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে দরবার করেন স্থানীয় বিধায়ক সমীর কুমার জানা। মুখ্যমন্ত্রীর অনুমতি পেয়ে পর্যটন কেন্দ্রের বেশ কিছু কাজকর্ম শুরু হয়। তবে আম্ফান এবং ইয়াসের পর পর্যটন কেন্দ্রের কাজকর্ম প্রায় সব নদীতে তলিয়ে যায়।আবারও নতুন করে গড়ে তোলার পালা শুরু হয় । বিধায়ক বিভিন্ন সরকারি আধিকারিকদের ও এলাকার প্রতিনিধিদের নিয়ে গোবর্ধনপুর পর্যটন কেন্দ্রর ধনচে ফরেস্ট রেঞ্জ ঘুরে দেখেন । খুব দ্রুত যাতে পর্যটকদের জন্য মনোরম পরিবেশ তৈরি করা যায় সেদিকে লক্ষ্য দেবেন বলে জানান বিধায়ক। তিনি জানান খুব অল্প সময়ের মধ্যে এই পর্যটন কেন্দ্র খুলে দেওয়া যাবে পর্যটকদের জন্য ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − one =