সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: পাথরপ্রতিমা :: সুন্দরবনের প্রত্যন্ত এলাকা পাথরপ্রতিমার মধ্যাঞ্চল সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে হঠাৎ করে হাজির হলেন রাজ্য সরকারের সমবায় ও গ্রাম উন্নয়ন দপ্তরের মুখ্য সচিব এম ভি রাও এবং পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানা। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর এবং স্বাবলম্বী হতে আসা গ্রুপের মহিলারা সচিবের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ।
তাঁরা বলেন বর্তমানে তারা এই সমবায়ে পোষাক তৈরীর কাজে নিযুক্ত রয়েছেন, কিন্তু সঠিক পরিমাণে কাজের জোগাড় না থাকায় তারা অর্ধেক দিন কাজের সুযোগ পাচ্ছেন না। তাদের এই কথায় সচিব তাদের কথা দেন রাজ্য যে সমস্ত স্কুল ইউনিফর্ম সরকারি ভাবে দেওয়া হয় সে সমস্ত কাজের বরাদ্দ যাহাতে মহিলারা পায় তিনি চেষ্টা করবেন।
উল্লেখ্য দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের মধ্যাঞ্চল সমবায় সমিতির রাজ্যের বিভিন্ন পুরস্কার ইতিমধ্যে ছিনিয়ে নিয়েছেন, চোখে পড়ে সমবায় সমিতির বিশাল অট্টালিকা যেখানে রয়েছে বিভিন্ন ধরনের দোকান।
ছাদের উপরে রয়েছে অত্যাধুনিক এমব্রয়ডারি করার বিশাল বড় দুটি মেশিন যেখানে একই সঙ্গে ১১০টি জামাকাপড়ের এমব্রয়ডারি করা যায়,এছাড়া বিভিন্ন ঘরের শতাধিক মহিলারা তারা টেলারিং মেশিন এর জামা কাপড় তৈরি করছেন । এই সমস্ত কাজকর্ম এবং সমবায়ের উন্নয়ন দেখেই সচিব বেশি প্রশংসা করেন সমবায় সমিতির ম্যানাজার প্রতাপ মন্ডলের।
বাদ যায়নি বিধায়ক সমীর কুমার জানাও তিনিও এই সমবায়ের ভুয়সী প্রশংসা করেন। সচিব এবং বিধায়ক আসায় সমবায়ের মহিলারা খুবই খুশি।