নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাথর প্রতিমা :: শনিবার ২২,জুন :: লোকসভা নির্বাচনের পর ভোট পরবর্তী হিংসার খবর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে এসেছে। শাসকদলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছে বিরোধীদলের কর্মী সমর্থকেরা। এবার বিজেপি করার অপরাধে এক বিজেপি কর্মীর ঘর ভাঙচুর করার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে।
শনিবার সকালে এমনই ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা ঢোলা থানার অন্তর্গত দূর্গাপুর এলাকায়। বিজেপি করার অপরাধে বিজেপি কর্মীদের ঘর ভাঙচুর করার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভোলাহাট থানার দুর্গাপুর এলাকায় তৃণমূলের কর্মী সমর্থকেরা আজ একটি বিজয় মিছিল বার করে ।
বিজয় মিছিলের সময় পাঁচ জন বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করার অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে।
আক্রান্ত বিজেপি কর্মীর দাবি, বিজয় মিছিল বের করার পর তাদের ঘরবাড়ি ও ইঞ্জিন ভ্যান ভাঙচুর করে শাসক দলের দুষ্কৃতীরা। এমনকি বিজেপি করার অপরাধে প্রাণে মেরে দেওয়ার হুমকি দেয় শাসকদলের দুষ্কৃতীরা। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসক দল।