পাথর প্রতিমার দক্ষিণ গোবিন্দপুরে ১০৮ বছরের পুরনো মন্দিরে মহা শিবরাত্রির পুণ্য তিথিতে হাজার মানুষ ভিড়

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: ঐতিহাসিক কাল থেকেই বিভিন্ন সভ্যতার মানুষ যে প্রাচীন হিন্দু দেব-দেবীর উপাসনা করত তার বহু বহু নিদর্শন পাওয়া গিয়েছে প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে। নদীর অববাহিকায় বহু সভ্যতা গড়ে উঠেছে তারও প্রমাণ রয়েছে ভুরি ভুরি।

সুন্দরবনের পাথরপ্রতিমার দক্ষিণ গোবিন্দপুরে ১০৮ বছরের ও বেশি পুরনো ঐতিহাসিক মন্দির রয়েছে। মহা শিবরাত্রি পূর্ণ তিথিতে হাজার হাজার মানুষ ভিড় জমায় সেই ঐতিহাসিক প্রাচীন মন্দিরে।

কথিত আছে যে উনবিংশ শতকের শেষের দিকে মেদিনীপুর জেলার মুগবেড়িয়া নন্দ পরিবারের সদস্য পন্ডিত গোবিন্দ নন্দ তৎকালীন ব্রিটিশ সাহেবের কাছ থেকে দান স্বরূপ সুন্দরবনের প্রত্যন্ত পাথরপ্রতিমা দ্বীপের বেশ কিছু অঞ্চল পায়। এরপর মেদিনীপুর থেকে লোক লস্কর নিয়ে স্বপরিবারের চলে আসেন পাথরপ্রতিমা গোবিন্দপুর অঞ্চলে জঙ্গল সাফ করে শুরু করে কৃষিকাজ।পৌরাণিক কথা অনুযায়ী, স্বয়ং কৈলাস পতি দেবাদিদেব মহাদেব স্বপ্নাদেশ দেয় গোবিন্দ নন্দকে। স্বপ্নাদেশ পাওয়ার পর পরিতক্ত একটি ধ্বংসস্তূপ থেকে প্রাচীন শিবলিঙ্গের আবিষ্কার করে জমিদার। এরপর থেকেই শুরু হয় শিবের উপাসনা। এরপর তৈরি হয় সুবিশাল মন্দির। ফাল্গুনী চতুর্দশীতে শিবরাত্রি তিথিতে ধুমধাম করে শুরু করে শিব পুজো।

অতীতে জমিদার গোবিন্দ নন্দ শিবরাত্রির সময় গ্রামবাসীদের সঙ্গে হরিনাম সংকীর্তন ও নরনারায়ন সেবা শুরু করে। প্রাচীন সভ্যতার নিদর্শন এখনো রয়েছে পাথরপ্রতিমার দক্ষিণ গোবিন্দপুরে । শিবরাত্রি উপলক্ষে ৩০ দিন ধরে মেলার আয়োজন করে গ্রামবাসীরা এই মেলা শিব মেলা নামে পরিচিত।

পাথর প্রতিমায় মহাদেব গোবিন্দর মহাদেব নামে পরিচিত। পুণ্য লাভের আশায় সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষজনের প্রতিবছর শিবরাত্রিরে পুণ্য তিথিতে ভিড় জমায় গোবিন্দশ্বের মহাদেবের মন্দিরে। স্থানীয় গ্রামবাসী ও পুরোহিত জনান, প্রায় ১০৮ বছরের ও বেশি পুরনো এই শিব মন্দির।

এখানে শিব গোবিন্দশ্বের মহাদেব নামে পূজিত হয়। গ্রামবাসীরা জানান প্রতিবছর শিবলিঙ্গের উচ্চতা বৃদ্ধি পায়। এখানে গোবিন্দশ্বের মহাদেব খুবই জাগ্রত।

প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে পাথরপ্রতিমা দক্ষিণ গোবিন্দপুর এর সংলগ্ন এলাকায় তাম্র সভ্যতার কিছু নিদর্শন পাওয়া যায়। পাশাপাশি রাজা শশাঙ্কের শাসনকালের কিছু মুদ্রা ও আসবাবপত্র খননের মাধ্যমে খোঁজ পাওয়া গিয়েছে। ঐতিহাসিক ও পৌরাণিক কাহিনীকে একসাথে বেঁধে রেখেছে পাথর প্রতিমার গোবিন্দশ্বের মন্দির।

ভক্তি ও শ্রদ্ধার সাথে ১০৮ বছর ধরে পূজিত হয়ে আসছে পাথরপ্রতিমা গোবিন্দপুর এর গোবিন্দশ্বের মহাদেব। মহা শিবরাত্রি পুন্য তিথিতে পাথরপ্রতিমা গোবিন্দশ্বের মহাদেবের মন্দির পুণ্যার্থীদের ঢল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 5 =