নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সোদপুর :: বৃহস্পতিবার ৩,অক্টোবর :: কলকাতা উপনগরী সোদপুরের পানশিলার ঠাকুর বাড়ির পুজোর ৭৫ তম বর্ষের থিম – ‘রাজসিক দৃষ্টি’। দেবী দুর্গা এই চার দিনের জন্য আমাদের ঘরে আসেন রাজসিক রূপ নিয়ে। তাঁর দৃষ্টিতে থাকে সৃষ্টির উন্মাদনা।
সেই রাজসিক রূপকে তুলে ধরতেই গড়ে তোলা হয়েছে এক অভূতপর্ব পুজো মন্ডপ – যাকে বলা হয়েছে রাজসিক মহল। মন্ডপে আছে বাঁশ, প্লাই, প্যারিসের অসাধারণ কাজ। আছে এক লক্ষ মিনাকারী কাচ। আছে রাজস্থানী কাঠপুতুল।
প্রতিমা নির্মাণে আছেন প্রখ্যাত প্রতিমা শিল্পী সুকান্ত রায়। সমস্ত সৃজনে আছেন শিল্পী পার্থ মাইতি। উদ্যোক্তাদের বিশ্বাস এবার তাদের পুজোতে দর্শণার্থীদের ঢল নামবে। সকলকে তারা পুজোতে আমন্ত্রণ জানিয়েছেন