নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: বুধবার ০৩,ডিসেম্বর :: কেন্দ্রের লাগু করা নতুন পরিবহন আইনের প্রতিবাদে চালকদের ধর্মঘটের জেরে এবার সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। বুধবার সকাল থেকে পানাগড় বাজারের পেট্রোল পাম্প গুলিতে তেল নেওয়ার জন্য লম্বা লাইন পড়ে যায় বাইক চালকদের। পানাগড়ের অধিকাংশ পেট্রোল পাম্পে ডিজেল পাওয়া যাচ্ছে না।পেট্রোল যা আছে তা যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে।
পেট্রোল না পাওয়ার আশঙ্কায় তাই বাইক চালকরা আগে থেকে পেট্রোল নিতে পানাগড়ের বিভিন্ন পাম্পে ভিড় জমান। কেন্দ্রের তরফ থেকে নতুন আইন স্থগিত রাখার কথা জানানো হলেও পাম্পগুলিতে তেল এসে না পৌঁছানোর ফলে তেলের সঙ্কট দেখা দিয়েছে গোটা এলাকাজুড়ে।