পানাগড়ে দান বাবা মাজারে পুজো দিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পানাগড় :: মঙ্গলবার ১৮,মার্চ :: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘায়ু কামনা করার পাশাপাশি বাংলার মানুষের সুস্থতা কামনা করে পানাগড়ে দান বাবা মাজারে পুজো দিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী।

প্রতিবছরের মত এ বছরও মার্চ মাসের ৯ তারিখ থেকে মাজারের চারপাশে বসে মেলা। সৈয়দ পাহাড়ি শাহ -র ঔরস উৎসব উপলক্ষে আয়োজিত এই মেলা চলে ১৭ তারিখ পর্যন্ত। যদিও তারপরেও প্রায় সাত দিন থাকে মেলায় দোকান পাঠ। এলাকার মানুষের কাছে দানবাবা হিসেবে পরিচিত সৈয়দ পাহাড়ি শাহ।

দান বাবার মাজারে সৈয়দ পাহাড়ী শাহ এর সমাধি থাকলেও।স্থানীয়দের মতে আজও তার অলৌকিক শক্তি অনুভব করা যায় তাই তাকে জীবিত মনে করেন সকলে।তাই তিনি এলাকার মানুষের কল্যাণ করে চলেছেন।

এই মাজারে বহু মানুষ আসেন যারা নকুল দানা এবং গোলাপ জল দিয়ে পূজো দেন। এছাড়াও দান বাবাকে প্রসন্ন করতে তার সমাধিতে চাদর চাপান এবং সুগন্ধি ধূপ জ্বালিয়ে নকুল দানা,গোলাপজল ও গোলাপ ফুল দেন তার আশীর্বাদ পাওয়ার জন্য।

সোমবার ছিল মেলার শেষ দিন। এই শেষ দিনে মেলায় এসে সকলের মঙ্গল কামনায় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দান বাবার কাছে পুজো দেন জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী।

তিনি জানিয়েছেন এই দানবাবা মেলা পানাগড়ের একটা ঐতিহ্য। যে মেলায় আসলে দেখা যাবে সর্ব ধর্মের মানুষের যোগদান। যেটা সম্প্রীতির একটা অনন্য নজির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 7 =