নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পানাগড় :: সোমবার ২৪,মার্চ :: পানাগড় বাইপাশে সড়ক দুর্ঘটনায় অল্পবিস্তর আহত হলো এক জন।অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাসের যাত্রীরা।ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ পানাগড় বাইপাশে আসানসোল গামী রাস্তায়।
দুর্ঘটনার জেরে জাতীয় সড়কের সার্ভিস রোডে ব্যাহত হয় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে বুদবুদ থানার পুলিশ পৌঁছে পরিস্থিতর সামাল দেয়। দুর্ঘটনাগ্রস্থ ৩টি গাড়িকে আটক করে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
জানা গেছে পানীয় জলের বোতল বোঝাই করে একটি পিকআপ ভ্যান বুদবুদ থেকে দুর্গাপুরের দিকে যাওয়ার সময় আচমকা পিছনের একটি টায়ার ফেটে যায়। টায়ার পাল্টানোর জন্য চালক পানাগড় বাজারের দিকে টায়ার বদলানোর জন্য যক আনতে বেরোয়। সেই সময় গাড়িতে খালাসি একাই ছিল।
পিছন থেকে একটি ট্রেলার এসে ওই পিকআপ ভ্যানে ধাক্কা মেরে চলে গেলে পিছনেই ছিল আসানসোল গামী একটি বেসরকারি যাত্রীবাহী ভলভো বাস।নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পিকআপ ভ্যানের পিছনে ধাক্কা মারে।বসে থাকা যাত্রীদের কারোর কিছু না হলেও পিকআপ ভ্যানের খালাসি অল্পবিস্তর আহত হয়।