নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: সোমবার ২৮,এপ্রিল :: কাশ্মীরের পহেলগাঁও তে নির্বিচারে নিরীহ পর্যটক দের উপর গুলি চালায় জঙ্গিরা ঘটনায় মৃত্যু হয় অন্তত ২৬ জনের। ঘটনার পিছনে হাত আছে পাকিস্তানের জঙ্গি সংগঠনের এবং পাকিস্তানের প্রত্যক্ষ ভাবে এই ঘটনায় মদত আছে বলে অভিযোগ ওঠে।
এরই প্রতিবাদে দেশ জুড়ে শুরু হয় প্রতিবাদ।ওঠে পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান।সেই প্রতিবাদের আঁচ এসে পরে কাঁকসায়।রবিবার পানাগড় বাজারের সমস্ত ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ রেখে প্রতিবাদ জানায়।এর পাশাপাশি পানাগড় বাজারের প্রতিটা মোড়ে পুরাতন জাতীয় সড়কের উপর পাকিস্তানের পতাকা এঁকে প্রতিবাদ জানায় পানাগড়ের ব্যবসায়ীরা ।
বিভিন্ন হিন্দু সংগঠনের সদস্যরা।এদিন সকাল থেকে পানাগড় বাজারের মোট ৫টি জায়গায় রাস্তার উপর পাকিস্তানের পতাকা আঁকা হয়।প্রতিবাদীদের দাবি পাকিস্তান যা করেছে তার জন্য কোনো ক্ষমা নেই। ভারত সরকার,ভারতীয় সেনা এর কড়া পদক্ষেপ নিক।
রাস্তার উপর পাকিস্তানের পতাকার উপর সকল ভারতীয় পা দিয়ে মাড়িয়ে ও থুতু ফেলে এর প্রতিবাদ জানাবে তাই তারা রাস্তার উপর পাকিস্তানের পতাকা এঁকে মানুষকে আহবান জানিয়েছেন যাতে সকলেই প্রতিবাদ জানায়।