নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পানাগড় :: শনিবার ২৯,জুন :: বেতন বৃদ্ধি সহ স্থানীয়দের কাজের দাবিতে পানাগড় শিল্প তালুকের একটি বেসরকারি সার কারখানার গেটের সামনে আজ সকাল ৮টা থেকে বিক্ষোভে বসেন কারখানার শ্রমিকরা।
তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কয়েকশো শ্রমিক এদিন কাজে যোগ না দিয়ে আন্দোলনে সামিল হয়।কারখানার গেটের সামনে উত্তেজনার সৃষ্টি হলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বুরবুদ থানার পুলিশ।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি ইন্দ্রজিৎ কোনার(আউশগ্রাম দু নম্বর ব্লক)।
শ্রমিকদের অভিযোগ একদিকে তাদের বেতন বৃদ্ধি হয় না তার উপর স্থানীয়রা কাজের দাবি জানালে তাদের পরিবর্তে ভিন রাজ্য থেকে শ্রমিক নিয়ে এসে কাজ করানো হয়।এলাকার জমিদাতারা যারা কারখানা তৈরির জন্য জমি দিয়েছিলেন তারাও প্রতিশ্রুতি মত কাজ পান নি।তাই যতক্ষন না কারখানা কর্তৃপক্ষ তাদের দাবি পূরণ করছে ততক্ষণ তাদের আন্দোলন চলবে বলার হুঁশিয়ারি দিয়েছেন তারা।