নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: দিশম আদিবাসী গাঁওতার ডাকে শিক্ষাক্ষেত্রে আদিবাসীদের বঞ্চনার প্রতিবাদে শুক্রবার বেলা সাড়ে বারোটা নাগাদ কাঁকসার হাসপাতাল মোড়ের কাছে পানাগড় থেকে ইলামবাজার যাওয়ার রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা।
বেলা ১১ টা থেকে কাঁকসার আমানিডাঙ্গা থেকে মিছিল করে এসে পথ অবরোধ করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা।
কোনো রকম বিশৃঙ্খলা যাতে না ঘটে, তার জন্য আগে থেকেই কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী ছিল এলাকায়।
আদিবাসীদের দাবি দুর্গাপুরের ফুল ঝড় সংলগ্ন পন্ডিত রঘুনাথ মুর্মু আদিবাসী স্কুলে যারা হোস্টেলে কাজ করছেন তাদের স্থায়ী কাজের ব্যবস্থা করতে হবে।
কাঁকসার ডাঙ্গাল এলাকায় যে আদিবাসী স্কুল রয়েছে সেটির ফিডার গ্রান্ট চালু করার দাবি সহ কাঁকসার একলব্য বিদ্যালয়ে লটারির মাধ্যমে যে ভর্তি প্রক্রিয়া চলছে এই সংক্রান্ত বিষয়ে সমস্যার সমাধানের দাবি নিয়ে তাদের এই পথ অবরোধ ।